হাইকোর্টে গঙ্গাসাগর ও বাবুঘাট চত্বরকে কনটেনমেন্ট জোন করার আর্জি, আজ হতে চলেছে শুনানি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গনকে সম্পূর্ণ কনটেনমেন্ট জোন করার আর্জি জানিয়ে। সেইসঙ্গে কনটেনমেন্ট জোন করার আর্জি জানানো হয়েছে বাবুঘাটকেও৷ হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন অজয় দে নামে এক ব্যক্তি। আজ, মঙ্গলবার শুনানি রয়েছে এই মামলারই।

আরও জানা গিয়েছে, মামলাকারী এও আর্জি জানিয়েছেন গঙ্গাসাগর মেলা বন্ধ সহ মেলা চত্বর ও বাবুঘাট চত্বরকে কনটেনমেন্ট জোন ঘোষণা করার পাশাপাশি বেশ কিছু গাইডলাইনও দিতেও। মামলাকারী অজয় দে’র আরও বক্তব্য, এখনও কাটেনি অতিমারি পরিস্থিতি। এই অবস্থায় বড় বিপদ ডেকে আনতে পারে লক্ষ লক্ষ মানুষের সমাগম। তাঁর আর্জি, বাবুঘাট চত্বরকেও কনটেনমেন্ট জোন ঘোষণা করুক রাজ্য সরকার। কারন গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে বাবুঘাট চত্বর কার্যত ‘মিনি গঙ্গাসাগর’-এ পরিণত হয় মকর স্নানের আগে।এখানে ভিড় জমান কয়েক হাজার সাধু-সন্ত।এমনকি ভক্তরাও সেখানে ভিড় জমান তাঁদের দর্শন করতে। হাইকোর্টে আর্জি জানানো হয়েছে সেই ভিড় ও জমায়েত ঠেকাতেই। মামলাকারী মামলাটি দ্রুত শুনানির আর্জি জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চে। এরপরই আজ ধার্য করা হয়েছে শুনানির দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *