অত্যাধুনিক মেশিন বসানো যাচ্ছে না জায়গার অভাবে, থমকে রয়েছে মোয়া হাব তৈরির কাজ
বেস্ট কলকাতা নিউজ : মোয়া হাব তৈরির কাজ মার খাচ্ছে উপযুক্ত জায়গার অভাবে। বসছে না এমনকি আধুনিক মেশিন।ফলে জয়নগরের মোয়া শিল্প পড়েছে চরম বাধার মুখে।এমনকি মোয়া ব্যবসায়ীদেরও ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিদেশে মোয়া পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও। কতদিনে তৈরি হবে এই মোয়া হাব, মোয়া ব্যবসায়ীরা তাও বুঝে উঠতে পারছেন না।
প্রসঙ্গত ,২০১৭ সালে গঙ্গাসাগরে একটি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মোয়া হাব তৈরি করা হবে জয়নগরের মোয়াকে বিদেশের মানচিত্রে জায়গা করে দেওয়ার জন্য। মোয়া শিল্পকে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর থেকে আধুনিক করার ব্যবস্থা গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই। ২০১৮ সালে জয়নগরে মেশিন আনা হয় প্রায় তিন কোটি টাকা খরচ করে। কিন্তু সেই মেশিন বসানো সম্ভব হয়নি জায়গার অভাবে। পরবর্তীতে ওই মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় জয়নগরের শ্রীপুরে রাজ্যের সংখ্যালঘু দপ্তরের তৈরি একটি বিল্ডিংয়ে । কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি সেখানে মেশিন বসানোর জন্য। আর তাই মেশিন বসানর কাজ সম্ভবপর হয়ন।