অনূর্ধ্ব-১৭ ক্যারাটে প্রতিযোগিতায় সেরা জাহান্নবী, সংবর্ধনায় ভাসলেন দিনহাটায় ফিরে
নিজস্ব সংবাদদাতা : রাজ্যস্তরের স্কুল গেমসে অনূর্ধ্ব-১৭ বিভাগে ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো দিনহাটার গোপালনগর হাই স্কুলের ছাত্রী জাহান্নবী দেবনাথ। তাঁর এই অসাধারণ কৃতিত্বে চরম গর্বিত গোটা এলাকা। এদিকে দিনহাটায় ফিরতেই স্থানীয় মানুষজন, সহপাঠী এবং শিক্ষকরা তাকে উষ্ণ সংবর্ধনা জানায়। ফুল-মালা ও করতালির মধ্যে অভ্যর্থনা পান এই প্রতিভাবান ছাত্রী।এদিকে জাহান্নবীর পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তার এই সাফল্য আগামী দিনে এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদের খেলাধুলায় অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করবে।


