অবশিষ্ট কিছু নেই দেওয়াল বলে, চারদিকে শুধু ভাঙা ইট আর স্ল্যাব, আস্ত বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু হল ২ জনের, আহত হল একাধিক
বেস্ট কলকাতা নিউজ : কম দামি নির্মাণ সামগ্রী, বিল্ডিং নির্মাণে সঠিক পরিকল্পনা না থাকা- এই সমস্ত মারাত্মক ভুলের মাশুল দিতে হল আবারও। ফের ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং। বিল্ডিংয়ের নীচে চাপা পড়ে মৃত্যু ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১। গুরুতর জখম আরও অনেকে।
উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ে। ভিতরে আটকে পড়েন কমপক্ষে ১৮ জন শ্রমিক। বাড়ির ছাদ ভেঙে পড়তেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনেও। সঙ্গে সঙ্গেই ৪-৫টি জেসিবি এনে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়।
আরও জানা গিয়েছে, বিল্ডিংটি যখন ধসে পড়ে, তখন কমপক্ষে ১৮ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন। তারা সকলেই চাপা পড়ে যান। রবিবার রাতের মধ্যেই ১৮ জন শ্রমিককে ধ্বংসাবশেষ থেকে বের করা হয়। ১৮ জন শ্রমিকের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।