এক অভিনব উদ্যোগ KMC র , পিচ নয়, এবার প্লাস্টিক দিয়ে তৈরি হবে কলকাতার রাস্তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতার রাস্তা জলমগ্ন হয়ে যায় একটু বৃষ্টিতেই । তার উপর ভেঙে চুরমার অবস্থা লরি বা অনান্য বড় গাড়ি গিয়ে। রাস্তা খারাপ হয়ে যায় টানা বৃষ্টিতে জল জমে রাস্তায় কয়েকদিন জলের তলায় থাকলেই।উঠে যায় পিচের প্রলেপ , ফলে মেরামত করার ঝক্কি থাকে বারবার। এছাড়া ভারী গাড়ি চলাচলের ফলেই রাস্তা জলদি খারাপ হয়। ঝামেলা কমাতে এবার কলকাতা পুরসভার ভাবনা রাস্তার পিচ তৈরিতে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মেশানোর। ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গেছে পাইলট প্রজেক্ট হিসাবেও। বেহালার নেতাজি সুভাষ রোডের কিছু অংশ করা হয়েছে এই নতুন প্রযুক্তিতে । সামান্য বৃষ্টিতেও জল জমে সেই রাস্তায়। জমে থাকা জলের কারণে ইট বেরিয়ে পড়ে পিচের প্রলেপ উঠে। সাময়িকভাবে প্যাচওয়ার্ক করে সরিয়ে দিলেও সেসব বেশিদিন টেকে না। তাই এবার পুরসভার সড়ক বিভাগের আধিকারিকরা পিচের সঙ্গে প্লাস্টিক মেশানোর কথা চিন্তা করেছেন ।

তাঁদের দাবি, এতে রাস্তা আরও মজবুত হবে। তাছাড়া রাস্তার তেমন ক্ষতি হবে না জল জমলেও।
সাধারণত রাস্তা তৈরি করতে যে হটমিক্স বানাতে হয়, তাতে বিটুমিনের সঙ্গে পাথরের গুঁড়ো, বালি ইত্যাদি মেশানো হয়। নয়া প্রযুক্তিতে বিটুমিনের পরিমাণ সামান্য কমিয়ে প্লাস্টিকের গুঁড়ো মেশানো হচ্ছে তার বদলে। এতে আশা করা যাচ্ছে রাস্তা বানানোর খরচও প্রায় ১০-২০% কমবে বলে। কলকাতা পুরসভার সড়ক বিভাগের মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি, আপাতত এই প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে ছোট পরিসরে। বর্ষার পর বোঝা যাবে, তা কার্যকরী হচ্ছে কিনা। সব ঠিক থাকলে আগামীতে শহরের যে সব রাস্তায় অল্প বৃষ্টি হলেই জল জমে, সেখানে রাস্তা তৈরি করা হবে এই পদ্ধতিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *