অবশেষে বন্ধ হয়ে গেলো ১৪ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হোয়াটসঅ্যাপ মূলত বিভিন্ন সময় অ্যাকাউন্ট নিষিদ্ধ করে নিয়ম ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে । এবার ১৪ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করল জনপ্রিয়তার শীর্ষে থাকা সাইটটি। এর আগে মেটার সাইটটি ২২ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছিল ২০২১ সালের নভেম্বরে। সংস্থাটি এই বিপুল সংখ্যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করেছে মূলত বিভিন্ন মহল থেকে পাওয়া একাধিক অভিযোগ, একাধিক নিয়ম বিরুদ্ধ ঘটনা, নিজস্ব কিছু পদ্ধতি মেনে বিচার করে। ফেব্রুয়ারি মাসে হোয়্যাটসঅ্যাপের কাছে মোট ৩৩৫টি নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল।

সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ও অভিযোগের প্রেক্ষিতে নেওয়া ব্যবস্থার প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপের এই ইউজার সেফটি রিপোর্ট তৈরি করা হয়। এই ব্যবস্থা নেওয়া হয় প্রধানত হোয়টাসঅ্যাপে অশ্লীলতা, আক্রমণ রুখতেই। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে যে যথেষ্ট ওয়াকিবহাল, সেটি প্রমাণিত হয় এই কথায়। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এও বলা হয়েছে, তারা প্রায় যথাসময়ে উত্তর দিয়েছেন সব অভিযোগেরই। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে সেসব অভিযোগ বিচার করেই। পাশাপাশি কিছু অভিযোগ ছিল যেগুলো তারা আগেই লিপিবদ্ধ করছিল। কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয় না উপযুক্ত কারণ ছাড়া। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *