অবশেষে বাংলা থেকে বিদায় দিলিপ ঘোষের ! আট রাজ্যের বড় দায়িত্বে,অপসারণ না উত্থান, প্রশ্ন গেরুয়া শিবিরেই
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বাংলা থেকে বিদায় নিলো দিলিপ ঘোষ । আট রাজ্যের বড় দায়িত্বে,অপসারণ না উত্থান, প্রশ্ন উঠলো রাজ্য পদ্ম শিবিরেই।বাংলা ছেড়ে অন্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলিপ ঘোষকে আট রাজ্যের সাংগাঠনিক দায়িত্ব সামলাতে হবে নতুন দায়িত্বে ।উল্লেখ্য , আশানুরূপ ফল হয়নি বাংলায় বিধানসভা নির্বাচনে । আচমকা দিলীপকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সভাপতির পদের মেয়াদ শেষ হওয়ার আগেই। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরেই তাঁকে করা হয় সর্বভারতীয় সহ-সভাপতি। কিন্তু তার পরেও পায়নি নির্দিষ্ট করে কোনও দায়িত্ব ।
ক্রমশই তাঁর সঙ্গে বাড়ছিল রাজ্য নেতৃত্বের দূরত্ব । এমনকি বিতর্কও তৈরি হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে তাঁর করা বিভিন্ন মন্তব্য থেকে । এ নিয়ে তাঁর বিরুদ্ধে রাজ্য বিজেপর শাসক শিবির যেমন বিভিন্ন সময় কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ করেছে, তেমনই জেপি নাড্ডা , অমিত শাহেরাও অসন্তষ্ট ছিলেন তার উপর ।মে মাসের গোড়ায় রাজ্যে এসে অমিতশাহ রাজ্যের প্রধান নেতাদের নিয়ে যে বৈঠক করেন তাতেও ডাকেননি দিলীপকে। এই পরিস্থিতে দিলীপকে আট রাজ্যের সাংগাঠনিক দায়িত্ব দেওয়াকে তাঁকে রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাখ্যা করেছেন অনেকেই ।