অভাবের তাড়নায় রাঁধুনির কাজ, মুখ্যমন্ত্রী লাইব্রেরিতে নিয়োগ করলেন প্রবীণ সাহিত্যিককে
বেস্ট কলকাতা নিউজ : তিনি সাহিত্যচর্চায় বুঁদ হয়ে থাকতেন একসময়। আর এখন তাঁকে রান্নার কাজে মনযোগ দিতে হয় পেটের টানে। এমনই চরম করুণ অবস্থা সত্তরোর্ধ্ব অসহায় সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারির। বৃদ্ধ বয়সে শরীরও এমনকি তেমন ভাবে চলে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চাকরির জন্য চিঠি লেখেন একপ্রকার বাধ্য হয়েই। মুখ্যমন্ত্রীও অবশ্য রেখেছেন তাঁর এই অনুরোধ। সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারিকে নিয়োগ করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিদ্যানগর জেলা গ্রন্থাগারে।
যে হাত থেকে একসময় দোয়াত-কলমের রেখায় সৃষ্টি হত অমূল্য সাহিত্যের, সেই হাতেই একদা তুলে নিয়েছিলেন হাতা-খুন্তি।এই কাজে মনোরঞ্জনবাবু নিজেকে বহাল রাখেন এমনকি দীর্ঘদিন ধরেও। কিন্তু বর্তমানে বয়সের ভারে কোনো ভাবে করতে পারছিলেন না রাঁধুনির কাজকর্ম। তিনি মুখ্যমন্ত্রীর কাছে এমনকি চিঠিও লেখেন সবদিক ভেবে । চিঠিতে একটি কাজেরও আবেদন করেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকে ফেরাননি। তাঁর জন্য ব্যবস্থা করে দেন লাইব্রেরির চাকরির। সাহিত্যিক আপ্লুত মুখ্যমন্ত্রীর উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়ায়।এমনকি ধন্যবাদও জানিয়েছেন তাঁকে।