আই অ্যাম রক্তাক্ত বাই প্রেস…’, অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য চেঁচিয়ে উঠলেন বিধানসভার বাইরে
বেস্ট কলকাতা নিউজ :অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ফের ধাক্কা খেয়েছেন কলকাতা হাইকোর্টে। হাই কোর্ট খারিজ করে দিয়েছে মানিক ভট্টাচার্যের জরুরি শুনানির আরজি। আজ হাজিরা এড়াতে মানিকবাবু আদালতের কাছে আবেদন করেছিলেন। যদিও জানা যাচ্ছে তা খারিজ হয়েছে বলে। এরই মধ্যে তিনি সাংবাদিকদের প্রতি ক্ষোভ উগরে দেন বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার পর । আচমকাই তাঁর অদ্ভুত বক্তব্য, ‘আই অ্যাম রক্তাক্ত বাই প্রেস…’ কিন্তু হঠাৎ কেন তাঁর এই বক্তব্য?
এদিন বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে তিনি যখন বেরিয়ে আসছিলেন, তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, তিনি হাইকোর্টে যাচ্ছেন কিনা। এটা শুনেই মানিকবাবু ক্ষোভে ফেটে পড়েন । অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন তিনি।সাংবাদিকদের ওপর ক্ষোভ উগরে দিয়ে গলার স্বর উঁচু করেই বলতে থাকেন, সংবাদমাধ্যম অত্যাচার করছে তাঁর ওপর। ‘আই অ্যাম রক্তাক্ত বাই প্রেস…প্রেস আমাকে আদালতে যেতে দিচ্ছে না।’ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি নির্দিষ্ট সময়ে হাইকোর্টে পৌঁছন বিধানসভা থেকে বেরিয়ে।