আজ শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো বরখাসত হওয়া প্রাথমিক শিক্ষকেরা
বেস্ট কলকাতা নিউজ : গতকালই চলে গিয়েছে চাকরি।তাই আজকে বিক্ষোভ দেখালো শিলিগুড়িতে বরখাসত হওয়া প্রাথমিক শিক্ষকেরা।আজ শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে বিক্ষোভ দেখালো তারা। তারা জানালো এই বিচার পদ্বতি একেবারেই ভুল। কারন যখন তাদের নিয়োগ করা হয়েছিল সেই সময় ছিল এক রকম নিয়মাবলী। আর এখন একেবারে আলাদা।কাজেই সেই সময় কোন ট্রেনিং ছাড়াই নিয়োগ করা হয়েছিল তাদের। আর যে কারনের জন্য তাদের চাকরি থেকে বহিষ্কার করা হল তার দোষ কোনভাবেই তাদের উপরে বর্তায় না।এর জন্য তারা কোনভাবেই দায়ী নন।আদালতের নির্দেশে আজ তারা একেবারে রাস্তায়।তাদের মাথার উপর থেকে ছাদ সরে গেছে। তাই তাদের দাবী অবিলম্বে আদালত গতকালের আদেশ প্রত্যাহার করুক। নাহলে তারা আগামীদিনে আমরন আনশনে নামবেন। কারন তারা তাদের সংসার আর চালাতে পারবেন না। হঠাৎ করে উপার্জন কমে গেলে তারা কিভাবে চলবেন এই সময়ে? তারা দাবী করেছেন তাদের কোন দোষ নেই। তাই তাদের চাকরি অবিলম্বে ফেরত দিক আদালত।