আবারও মূল্য বৃদ্ধি পেট্রল ডিজেলের, নাভিশ্বাস উঠল আমজনতার
বেস্ট কলকাতা নিউজ : পেট্রোল ও ডিজেল সেঞ্চুরি হাঁকিয়েছিল মূলত গত সপ্তাহতেই। যার ফলে শহর কলকাতার একাধিক জায়গায় কংগ্ৰেস কর্মীদের পথে নামতে দেখা গেছিল এর প্রবল বিরোধিতায়। এবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল দিন দুয়েক পর। দেশব্যাপী এদিন পেট্রোলের মূল্য লিটার পিছু ৩৫ পয়সা এবং ডিজেলের মূল্য লিটার পিছু ১৫ পয়সা বৃদ্ধি পেয়েছে।
এদিন বৃদ্ধির পর কত দামে পৌঁছোয় জ্বালানি ? জানা গেছে এদিন বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের মূল্য হয়েছে লিটার পিছু ১০১ টাকা ৫৪ পয়সা। এবং ডিজেল ৮৯ টাকা ২৭ পয়সায় এসে ঠেকেছে।মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেলর দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০৭ টাকা ৭৫ পয়সা এবং ৯৭ টাকা ৪৫ পয়সায়। এবং শহর কলকাতা তে লিটার পিছু পেট্রোল ১০১টাকা ৭৪ পয়সায় এবং ডিজেল লিটার পিছু ৯৩ টাকা ২ পয়সায় এসে ঠেকেছে। কোন জায়গায় রয়েছে কেন্দ্র ও রাজ্যের কর? বর্তমানে পেট্রোল ও ডিজেলের যে দাম রয়েছে, তার মধ্যে পেট্রোলে ৬০ শতাংশ এবং ডিজেলে ৫৪ শতাংশ কেন্দ্র ও রাজ্যের কর রয়েছে।