ইংল্যান্ড ফেরৎ চিকিৎসকের দেহে মিলল না করোনার সংক্রমণ
বেস্ট কলকাতা নিউজ : সমগ্র বিশ্ব জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই সুখবর এলো বাঁকুড়া থেকে। করোনা ভাইরাসের কোনো রকম লক্ষণ নেই করোনা আক্রান্ত সন্দেহে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘আইসোলেশন’ বিভাগে ভর্তি থাকা ইংল্যাণ্ড ফেরৎ চিকিৎসকের শরীরে। মঙ্গলবার রাতে জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস এমনটাই জানালেন সাংবাদিকদের।প্রসঙ্গত, গত ১২ মার্চ ইংল্যাণ্ড থেকে কলকাতায় ফেরা এক চিকিৎসক বাঁকুড়ায় আসেন শল্য চিকিৎসার কাজে। তিনি এখানে এসে উঠেছিলেন বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড সংলগ্ন একটি বেসরকারী লজে। সোমবার ওই চিকিৎসককে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাখা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘আইসোলেশনে’। তাঁর লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষাগারেও। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলা জুড়েও। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বারংবার অযথা আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছিল সাধারণ মানুষকে।