যাতায়াতে সুবিধার জন্য রাতের শহরে চালানো হবে অতিরিক্ত বাস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাতের কলকাতায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য WBTC শীঘ্রই নাইট সার্ভিসে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ একটু রাত বাড়লেই বাসের সংখ্যা কমে যায় দমদম বিমানবন্দর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সল্টলেক ও রাজারহাট এলাকায়৷ এর ফলে চরম বিপাকের মধ্যে পড়েন বাইরে থেকে আসা বা অফিসযাত্রীরা৷ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রথম রাতে বাস পরিষেবা চালু করা হয় ২০১৮ সালে৷বিভিন্ন নিরাপত্তার সরঞ্জামও বাসে রাখা থাকে যাত্রীদের সুরক্ষার কথা মাথা রেখেই ৷ কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় রাতে বাসের সংখ্যা কম হওয়ায় শীঘ্রই নাইট সার্ভিসে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল পরিবহন দপ্তর৷

নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ‘‘রাতের দিকে যাতে বাসের সংখ্যা আরও বাড়ানো হয় তা নিয়ে যাত্রীরা দাবি করেছিল দীর্ঘদিন ধরেই। বাস কম বলে অভিযোগ এসেছে যেসব জায়গায়, সেইসব জায়গায় যাতে আরও বাস বাড়ানো যায় তা নিয়েও আর্জি এসেছে আমাদের কাছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *