উত্তর-পূর্ব ভারতের নির্বাচন পাখির চোখ, নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে থাকছে আম আদমি পার্টিও
ভারতের উত্তর-পূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। চলছে জোরদার প্রচার প্রস্তুতি। তারই মধ্যে আম আদমি পার্টি তাদের সিদ্ধান্ত জানালো। এবার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে লড়াই করবে তাঁরা। কোনো রকম জোটে নয় বরং এককভাবে এই লড়াইয়ে সামিল হবে আম আদমি পার্টি । নাগাল্যান্ডে আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন রাজেশ শর্মা। আম আদমি পার্টির সভাপতি হলেন নাগাল্যান্ড রাজ্যের প্রাক্তন বিধায়ক Asu Keyho । দলের তরফ থেকে জানানো হয়, ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে যতগুলি সম্ভব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করবে আম আদমি পার্টি। তাঁরা দিল্লি পুরনিগম নির্বাচনে বিজেপিকে হারিয়েছে। আর তারপরেই নজর দিয়েছে উত্তর-পূর্ব ভারতের দিকে। কাজেই নাগাল্যান্ডে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য লড়াই করতে প্রস্তুত আম আদমি পার্টি। সেই রাজ্যের আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেশ শর্মা জানান, নাগাল্যান্ডে বর্তমানে সুশাসন এবং সৎ রাজনীতি করার সময় এসেছে। এটাই নাগাল্যান্ডের মানুষের কাছে শুভ সুযোগ। তাঁরা নাগা শক্তিকে যদি উন্নত করতে চান এবং আরও নিজেদের সংগঠনকে মজবুত করতে চায় তাহলে আম আদমি পার্টি তাদের সহযোগিতা করতে পারে। এক্ষেত্রে সেই রাজ্যের রাজনৈতিক চিত্রতে একটা বড় বদল আসবে। আর তার জন্যই একেবারে তৃণমূল স্তর থেকে কাজ করতে শুরু করবে আম আদমি পার্টি। নাগাল্যান্ডের মানুষও চাইছেন আপকে, এমনটা জানিয়েছেন Asu Keyho।