উদ্ধার হল আনুমানিক ৩ কোটি টাকা মুল্যের বিপুল পরিমাণ লাল চন্দন কাঠ ! আটক ২ অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : বৃহস্পতিবার গোপন সূত্রের খবর পেয়ে বনবিভাগ কোচবিহার শহরের এক গুদাম থেকে অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর পরিমানে লাল চন্দন কাঠ। এদিনের এই উদ্ধার কাজ চালানো হয় পুলিশ ও বনকর্মীদের উপস্থিতিতেই । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কুমার সানি ড়াজ জানান, উদ্ধার হওয়া কাঠ বিরল লাল চন্দন কাঠ।
সেখানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের কাঠ রয়েছে। এলকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির ঠিক পাশের মার্কেট কম্পলেক্স থেকে এই কাঠ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ।প্রসঙ্গত, বৃহস্পতিবার তেলিপাড়া চা বাগান এলকায় অভিযান চালায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। সেখানে সূত্রের তথ্য অনুযায়ী একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় লাল চন্দন কাঠ বোঝাই অবস্থায়। সেখান থেকে ত্রিলোকী প্রসাদ জয়শওয়াল ও নির্মল দাস নামে দু’জনকে গ্রেফতার করা হয়। এই দুজন আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও অপর জন কোচবিহার জেলার গোপালপুর এলকার বাসিন্দা।