এবার টোটো নিয়ে বড় এক পদক্ষেপ রাজ্যের, চালু হতে চলেছে রেজিস্ট্রেশনের ব্যবস্থা
বেস্ট কলকাতা নিউজ : ব্যাটারিচালিত এই বাহনকে একসময় সাদরেই গ্রহণ করেছিল সাধারণ মানুষ। কম খরচে সহজেই অনেকটা পথ পৌঁছে যাওয়া যায়। কিন্তু সর্বত্র টোটো নিয়ে আরেক সমস্যাও। এতই বেড়েছে টোটোর সংখ্যা, রাস্তায় চলাই দায়! এবার টোটোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। সব জায়গায় টোটো নিয়ন্ত্রণ করা যায় না। বাংলার বেশ কিছু জায়গায় যানজট হচ্ছে। স্টিকার দিয়ে চিহ্নিত করা যাবে। কীভাবে চললে যানজট কম হবে, তার জন্য কিছু গাইডলাইন দেওয়া হবে। বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

টোটো কতদূর পর্যন্ত যাবে, কীভাবে যাবে, রাজ্যের তরফ থেকে সেই গাইডলাইন দেওয়া হবে। এই গাইড লাইন ঠিক করবে একটি কমিটি। যেখান পুরসভা, ট্রাফিক, নোডাল এজেন্সি, ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন। তবে পরিবহন মন্ত্রী বলেন, “যানজট হলেও তো তুলে দেওয়া যায় না। কারণ, ওদের রুটি রুজি ব্যাপার।” এদিকে, বাসের সংখ্যা কমে যাওয়া নিয়েও প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “করোনার পরে অনেক রুটে বাস বন্ধ হয়ে গিয়েছে। যে যে রুটে বাস বন্ধ হয়েছে। সেই রুটগুলোর নাম আমাদের পাঠান। আমরা খতিয়ে দেখব। তার পরে ব্যবস্থা নেব। তবে যাত্রী ছাড়া তো বাস চালানো যায় না। ফলে সেটাও দেখতে হবে।”