কানপুরে মৃত ২৫ জনের মৃত্যু হল প্রবল শৈত্যপ্রবাহের জেরে
বেস্ট কলকাতা নিউজ : উত্তরপ্রদেশের কানপুরে শৈত্যপ্রবাহে ২৫ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মানুষেরই হৃদরোগে এবং স্ট্রোকে মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জনের কোনও চিকিৎসার আগেই মৃত্যু হয়। ডাক্তারদের মতে, প্রবল হাঁড়কাঁপুনি ঠান্ডায় আচমকা রক্তচাপ বেড়ে যাওয়াতেই এরকম ঘটনা ঘটে থাকে। ঠান্ডায় রক্ত জমে যাওয়ায় চিকিৎসার কোনও সুযোগই থাকে না। কার্ডিওলজি ইনস্টিটিউটের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৭২৩ জন হার্টের রোগী জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।
শুধু কানপুর নয়, গোটা উত্তর ভারত জুড়েই এখন প্রবল শৈত্যপ্রবাহ চলছে। তার মধ্যে কাঁপিয়ে দিচ্ছে দিল্লি । রাজনীতির উত্তাপ রাজধানীতে যতই চড়ে থাকুক, প্রকৃতির পারদে প্রায় বরফ জমার মতো অবস্থা। শুক্রবার পারদ নেমে একেবারে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির আয়ানগরে সকাল সাড়ে ৫টায় তাপমাত্রা ছিল ১.৮। সফদরজঙ্গ এলাকায় তা ছিল ৪ ডিগ্রির কম। দিল্লিতে শীতকালে গৃহহীনদের জন্য ১৯৭টি স্থায়ী ছাউনি আছে। সেগুলি ছাড়াও আরও ২৫০টির মতো অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে পথবাসীদের জন্য।