কেবল টিভি অপারেটররা আজ ভিক্টোরিয়া হাউস অভিযান-এ সামিল হচ্ছে জিও ফাইবারের বিরুদ্ধে প্রতিবাদে
বেস্ট কলকাতা নিউজ : অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স ইউনাইটেড ফোরাম-এর অভিযোগ রাজ্যের প্রায় তিরিশ হাজার কেবল অপারেটরকে এড়িয়ে ভারতীয় বহুজাতিক সংস্থা সরাসরি গ্রাহকদের কাছে গিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে। এরই প্রতিবাদ জানাচ্ছে তাঁরা।তাঁরা আরো জানাচ্ছেন , মুম্বই হাইকোর্টে ব্রডকাস্টার বনাম ট্রাই(TRAI) মামলায় ট্রাই(TRAI)-এর পক্ষে যে পর্যবেক্ষণ/সিদ্ধান্ত জমা দেওয়া হয়েছে তার অর্থ হল লোকাল অপারেটরের অধীনে (LCO/LMO) কোনো নেটওয়ার্ক নেই। সংশ্লিষ্ট MSO-রাই হল সমস্ত নেটওয়ার্কের মালিক এবং অপারেটররা শুধুমাত্র রিচার্জ এজেন্ট (Recharge Agent) অর্থাৎ , কোনও নেটওয়ার্কের মালিক নয় LCO/LMO রা ।’
আজ বৃহস্পতিবার, ট্রাই(TRAI)-এর এই পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের প্রতিবাদে সমস্ত লোকাল কেবল অপেরাটররা (LCO/LMO) কলকাতায় ট্রাই(TRAI) অফিসের সামনে অর্থাৎ ভিক্টোরিয়া হাউস, চিত্তরঞ্জন এভিনিউয়ে দুপুর একটা নাগাদ সমাবেশ করবে এবং ট্রাইকে(TRAI) একটি ডেপুটেশনও জমা দেবেন। এই কর্মসূচিতে সারা ভারত ব্যাপি সমস্ত রাজ্যের অপারেটরা (LCO/LMO) একই সময়ে নিজ নিজ রাজ্যে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছে।
রাজ্যের প্রায় তিরিশ হাজার কেবল অপারেটরকে এড়িয়ে যেভাবে একটি ভারতীয় বহুজাতিক সংস্থা সরাসরি গ্রাহকদের কাছে গিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স ইউনাইটেড ফোরাম তারই প্রতিবাদ জানিয়েছে। তাঁরা আরও জানাচ্ছেন , ‘এটি অপারেটরদের(LCO/LMO) নিজস্ব অধিকার রক্ষার লড়াই। তাই এই সংগ্রামে আমরা আহ্বান জানিয়েছি সমস্ত অপারেটরদেরকে।’