ক্রমাগত অবনতি হচ্ছে অসমের বন্যা পরিস্থিতির
বেস্ট কলকাতা নিউজ : ক্রমেই শোচনীয় হচ্ছে অসমে বন্যা পরিস্থিতি। বানভাসি হয়েছে রাজ্যের ২৮টি জেলার ৩১৩৮টি গ্রাম । বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ২৬ লক্ষ ৪৬ হাজার। আরও চারজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।এখন পর্যন্ত অসমে বন্যা ও ধসে মারা গিয়েছেন ১১ জন।গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের জল বেড়ে পানবাজার, ফ্যান্সিবাজার এলাকায় উপক্রম হয়েছে মূল রাস্তা ছোঁয়ার । জলের তলায় ব্রহ্মপুত্রের পারে আজান পীর উদ্যান। বাক্সা জেলায় বেকি নদীর বন্যায় আটকে পড়া বালিপুর চরের গ্রামবাসীদের উদ্ধার করতে সেনার সাহায্য নেওয়া হয়।
রাজ্যের বন্যা পরিস্থিতি সামলাতে ৮৪ জন ডুবুরি-সহ তিন কোম্পানি এসডিআরএফ মোতায়েন আছে। এনডিআরএফ পাঠানো হয়েছে শিবসাগর, তিনসুকিয়া, শোণিতপুর, ধেমাজি, শিলচর, জোরহাট, বঙাইগাঁওতে। কাজিরাঙা, ওরাং, পবিতরার অরণ্যের বেশিভাগই জলের তলায়। এই সুযোগে যাতে চোরাশিকারিরা সক্রিয় না হতে পারে সে জন্য কড়া নজর রাখা হচ্ছে।পূর্ব ভারতের জনপ্রিয় কাজিরাঙা অভয়ারণ্য প্রসিদ্ধ লুপ্তপ্রায় এক শৃঙ্গ গণ্ডারের জন্য । এছাড়া বাঘ, হরিণ, হাতি তো রয়েছেই। বিপন্ন পশুদের উদ্ধারকাজে এখন দিনরাত ব্যস্ত থাকছেন কাজিরাঙা বন বিভাগের কর্মীরা। জরুরি অবস্থা জারি করে চলছে পশুদের উদ্ধারকাজ ও চিকিস্সা। বন্যায় শুধুমাত্র ৫ জেলার কোনও ক্ষতি হয়নি।