খোলা বাজারে সব্জির দাম ক্রমেই চড়ছে , কী জানালেন ক্রেতারা একবার জেনে নিন
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে একই অতিবৃষ্টি, তার উপর দোসর হয়েছে জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি। আর সব্জির দাম ক্রমশই চড়া হচ্ছে এই দুয়ের যাঁতাকলে পড়ে। শাক-সব্জির দাম প্রতিদিন গড়ে ৫-৬ টাকা ওঠানামা করছে কলকাতার একাধিক বাজারে। এবিষয়ে বিক্রেতাদের দাবি, ‘তাঁদের কিছু করার নেই। পাইকারি বাজার থেকে যে দরে সব্জি কেনা হয়েছে, খোলা বাজারে দাম রাখা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ।’
মুচি বাজারের এক ক্রেতার মন্তব্য, ‘তিনি প্রায় টাটকা সব্জি কেনেন। কিন্তু প্রতিকেজি শাক-সব্জির দাম গড়ে ২০ টাকা বেড়েছে গত চারদিনে। আম আদমির ক্রমেই নাভিশ্বাস উঠছে। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাবে সরকার কোনো ব্যবস্থা না নিলে।’
মুচিবাজারের দর (প্রতি কেজি):
বেগুন ৫০
বাঁধাকপি ৩০
ফুলকপি ২৫-৩০
গাজর ৪০
বিনস ৫০
উচ্ছে ৮০
লাউ ৩০
পিয়াজ ৪০
আলু ২২
দেখুন যদুবাবুর বাজারে দর (প্রতি কেজি):
উচ্ছে ৮০
টমেটো ৮০
ক্যাপসিকাম ১০০
লাউ ৮ ০
কুমড়ো ৮০
গাজর ৮০
বিট ৮০
পেঁপে ৮ ০
বিনস ৬০
বেগুন ৫০
জানা গিয়েছে, গত কয়েক মাসে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হয়েছে। সব্জি চাষে যার প্রভাব পড়েছে। শীতকালীন সব্জি কৃষকদের ঘরে ঢুকলেও, গ্রীষ্মকালীন ফসল রোপন সমস্যায় পড়েছেন তাঁরা। যার প্রভাবে শাকসব্জির বাজার দর ক্রমেই ঊর্ধ্বমুখী।