গেঞ্জি কারখানার শ্রমিকের স্বাস্থ্যসাথী কার্ডে হাঁটুর অপারেশন হল সম্পূর্ণ বিনা খরচে
বেস্ট কলকাতা নিউজ : বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে হাঁটুর অপারেশন হল হাওড়ার সালকিয়ার গেঞ্জি কারখানার শ্রমিক সঞ্জয় দাসের। এমনকি খুশি তার পরিবারও ।জানা গেছে, সালকিয়ার সুরেশ গাঙ্গুলি লেনের বাসিন্দা সঞ্জয় দাস পেশায় গেঞ্জি কারখানার শ্রমিক। তার ডান পায়ের হাঁটুর মালাইচাকি ভেঙে যায় একটি দুর্ঘটনায়।সেই অস্ত্রোপচার করতে খরচ ছিল প্রায় লক্ষাধিক টাকা।কিন্তু গরীব পরিবারের সম্বল বলতে ছিল শুধু স্বাস্থ্যসাথী কার্ড।সেই কার্ডেই হাওড়ার এক বেসরকারি হাসপাতালে সঞ্জয় বাবুর হাঁটুর অস্ত্রোপচার করা হয় । সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন তিনি।
এদিকে পরিবার সূত্রে জানা গেছে এই অপারেশন করাতে ওই হাসপাতালে ১ লাখ ৩২ হাজার টাকা খরচ হত। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে সেটা সম্ভব হয়েছে পুরোপুরি বিনা খরচে করানো ।