মাধ্যমিক ২০২১, ৪২৮৫৫জন পেল ৯০-১০০% নম্বর, প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী পেল ৬০% উপরে নম্বর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার যেন উলটপুরান মাধ্যমিক ২০২১-এর ফলাফলে। পরীক্ষা না হওয়ার জেরে বেশি নম্বর প্রাপকের সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় ১০ লক্ষর কাছাকাছি। যাকে এমনকি নজিরবিহীন বলেও ব্যাখ্যা করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের। পর্ষদ সূত্রের খবর, প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী ৬০% উপরেই নম্বর পেয়েছে এবছর মাধ্যমিকে। যেখানে প্রায় এক লক্ষ পরীক্ষার্থীর নিচে ২৫ থেকে ৫৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে। পর্ষদ সূত্রের আরও খবর এবছর মাধ্যমিকে ৪২৮৫৫জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ১১৯০৬৬ জন পরীক্ষার্থী।৬০ থেকে ৭৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৮১০৫৫৯ জন পরীক্ষার্থী। পরিসংখ্যান দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী ৬০ শতাংশের উপরে নম্বর পেল এবারের মাধ্যমিকে।

অন্যদিকে উল্লেখযোগ্যভাবে গতবারের তুলনায় কমে গেল অনেকটাই কম নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা। পর্ষদ সূত্রে খবর ৯৪ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী ৪৫ থেকে ৫৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে।৩৫ থেকে ৪৪ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৯৭৩৫ জন পরীক্ষার্থী।২৫ থেকে ৩৪ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ৩২৭৭ জন পরীক্ষার্থী। মঙ্গলবার পর্ষদ সভাপতি এও জানিয়েছেন “এবছরের সর্বোচ্চ নম্বর ৬৯৭। এই নম্বর পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী।”পর্ষদ সভাপতি আরও জানান যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীরা এই ফল প্রকাশের সন্তুষ্ট হবে না, ফের তারা পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া সম্ভব হবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই । তবে সে ক্ষেত্রে চূড়ান্ত নম্বর বলে বিবেচনা করা হবে ওই পরীক্ষার নম্বরকেই। অন্যদিকে এবারের মাধ্যমিক-এর পাশের হার ১০০%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *