জলপাইগুড়িতে ব্যাপক জনসমাগম নতুন বছর শুরু হতেই, ভীড়ে থৈ থৈ করছে তিস্তা উদ্যান
জলপাইগুড়ি : বছরের প্রথম দিনে ভীড় উপচে পড়ছে জলপাইগুড়িতে। ভীড়ে থৈ থৈ করছে তিস্তার চর। তিস্তা উদ্যানে একেবারেই তিল ধারনের জায়গা নেই বললেই চলে। গত পচিশ তারিখ থেকে আজ দুই তারিখ মানুষ ছুটি কাটাচ্ছেন তিস্তার চরে এবং জুবিলি পার্কে। আজ সকাল থেকেই মানুষের ভীড় উপচে পড়ে তিস্তা উদ্যানে এবং করোলা নদীর তীরে। সকাল থেকেই মানুষ আনন্দে শুরু করে দেন একদিক থেকে অন্যদিকে ছোটাছুটি করতে করতে। বছরের প্রথম সপ্তাহে মানুষ একেবারেই ছুটির মেজাজে ঘুরে বেড়িয়েছেন। অনেকেই বাইরে চলে গেছেন আবার অনেকেই নিজেদের আত্মীয়দের সাথে নিজের বাড়িতে বসে ছুটির মেজাজ উপভোগ করছেন।
এদিকে শিলিগুড়ির মতন জলপাইগুড়ির মানুষও ছুটিতে চলে গেছেন দার্জিলিং অথবা সিকিমে। মানুষের ঢল নেমেছে শপিং মল এবং জলপাইগুড়ির জুবিলি পার্কে। বছরের প্রথম দিনে অনেকেই গিয়েছিলেন কালীবাড়িতে মায়ের কাছে প্রার্থনা করতে। মানুষের ভীড়ে আটকে গেলেও অনেক মানুষ বাইরে খাওয়া দাওয়া সারছেন। অনেকে আবার বাড়িতে বসে হোম ডেলিভারী অর্ডার করে নিজের আত্মীয় দের সাথে ছুটির আনন্দ উপভোগ করেছেন। বাঙালীয়ানাকে ধরে রাখতে অনেক মানুষ নিজেরাই বাজার করে বাড়িতে পিকনিক করছেন। নতুন বছরকে মনে রাখতে অনেকই নিজেদেরকে ছেলেমেয়েদের সাথে মিশিয়ে আনন্দ উপভোগ করছেন।সব মিলিয়ে জলপাইগুড়ির মানুষ নতুন বছরের প্রথম দিনে এবং প্রথম সপ্তাহে বছরটাকে স্মরনীয় করে রেখে দিলেন আনন্দ উপভোগের সাথে সাথে।