ডাইনি সন্দেহে ৫ জনকে জীবন্ত পুড়িয়ে মারল গামবাসীরা, এক চরম মর্মান্তিক ঘটনা ঘটলো বিহারে
বেস্ট কলকাতা নিউজ : কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও বর্বরতার নিদর্শন ! বিহারের পূর্ণিয়ায় ডাইনি সন্দেহে একই পরিবারের ৫ জনকে জীবন্ত পুড়িয়ে মারল গ্রামবাসীরা ৷ মুফাসিল থানার অন্তর্গত এক গ্রামে সোমবার আচমকা চড়াও হয় ৫০ জন গ্রামবাসী ৷ পুরো বাড়িকে ঘিরে ফেলে তারা ৷ এরপর ওই পরিবারের সদস্যদের পিটিয়ে ঘরের মধ্যে বন্ধ করে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা ৷ পরিবারের একমাত্র বছর ষোলোর এক নাবালক ওই ভিড়ের মধ্যে পালিয়ে যায় মামারবাড়িতে ৷ সেখানে গিয়ে সব কথা খুলে বলে ৷

এরপর পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনকে গিয়ে সবকিছু জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পুড়ে যাওয়া দেহগুলি উদ্ধার করে পুলিশ ৷ পুলিশ তদন্তে জানতে পেরেছে, এক তান্ত্রিকের অঙ্গুলিহেলনেই এই কাণ্ড ঘটিয়েছে গ্রামবাসীরা ৷ পুলিশ ওই তান্ত্রিক-সহ আরও দু’জনকে ইতিমধ্য়েই আটক করেছে । ঘটনাস্থলে পৌঁছন এসপি সুইটি শেহরাওয়াত, এসডিপিও পঙ্কজ কুমার, থানার ইনচার্জ উত্তম কুমার ৷ এই ঘটনা চারজনকে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ এসপি সুইটি শেহহরাওয়াত বলেন, “মৃতরা সকলেই ওরাওঁ সম্প্রদায়ের। ঘটনাস্থলে ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম পৌঁছেছে ৷ গ্রামে টহল দিচ্ছে পুলিশ বাহিনী ৷ প্রাথমিকভাবে জানতে পেরেছি, গ্রামে ভূত তাড়ানো নিয়ে ঝগড়াঝাটি শুরু হয় ৷ পরে তা ভয়াবহ আকার নেয় ৷”
প্রত্যক্ষদর্শী তথা ওরাওঁ পরিবারের একমাত্র জীবিত কিশোর জানায় , ” হঠাৎ করেই ৫০ জনেরও বেশি গ্রামবাসী আমাদের বাড়িতে ঢুকে পড়ে। ঘেরাও করে ফেলে আমাদের সকলকে ৷ ডাইনি সন্দেহ করে আমাদের বেধড়ক মারধর করতে শুরু করে ৷ এরপর বাড়ির সকলকে আধমরা অবস্থায় ঘরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়। আমি কোনওরকমে ভিড়ের মাঝে পালিয়ে যাই ৷ মামার বাড়িতে গিয়ে সবকথা গুলে বলি দিদাকে ৷ খুনের পর ওরা দেহগুলি লুকানোরও চেষ্টা করে ৷ কিন্তু পুলিশ শেষমেশ সেগুলি উদ্ধার করে ৷” এদিকে এই বর্বরতার তীব্র নিন্দা করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। তিনি মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে নিশানা করে এক্সে পোস্ট করে লিখেন, “অপরাধীরা সক্রিয়, মুখ্যমন্ত্রী অচেতন।”