তৃণমূলেরই বিপুল জয় হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও , ফলতায় এমনি মন্তব্য অভিষেকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বিপুল ভোটেই তৃণমূল জিতবে বলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । রবিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ‘নিঃশব্দ বিপ্লব’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে গিয়ে অভিষেক বলেন, পঞ্চায়েতে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, মানুষের সমর্থন নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র তৃণমূল কংগ্রেস জিতবে। তিনি বলেন, “ভোট ইডি, সিবিআই কেন্দ্রীয় বাহিনী দেয় না। আমরা মানুষের কাছে বদ্ধপরিকর। মানুষের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক। যতদিন মানুষ আছে, তৃণমূলকে মানুষের হৃদয় থেকে বার করতে পারবে না।” একইসঙ্গে বলেন, “২০২১ সালে যে ভোটে জিতেছিলাম, ২০২৩ সালে আরও বাড়বে। ২০২৪ সালে আরও বাড়বে।” আর এই পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলা পরিষদ দখল করবে তৃণমূলই, বলেন তিনি। রবিবার ফলতার হরিণডাঙায় বিডিও অফিস মাঠে ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার এক বছরের কাজের খতিয়ান সম্বলিত পুস্তুক ‘নিঃশব্দ বিপ্লব’ প্রকাশ করেন এলাকার সাংসদ অভিষেক।

উল্লেখ্য, ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক সেই প্রসঙ্গ তুলে বলেন, “আমি বলেছিলাম, এবার শান্তিপূর্ণ ভোট হবে। ১০০ শতাংশ আসনে মনোনয়ন দেবে বিরোধীরা। সবাই লড়াই করবে। এবার বিরোধীরা দেড় লক্ষের বেশি মনোনয়ন জমা দিয়েছে। লড়াই হবে প্রতিটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। কিন্তু আমি তো বিরোধীদের প্রার্থী খুঁজে দিতে পারব না। কেউ মনোনয়ন দিতে না পারলে এক ডাকে অভিষেকে ফোন করতে বলেছিলাম।”

এদিন বিরোধীদের উদ্দেশে কটাক্ষের সুরে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে বলতে শোনা যায়, “বিরোধীদের প্রচুর টাকা আছে। ওদের ইডি, সিবিআই সাহায্য করছে। কিন্তু ওদের সঙ্গে আসলটাই নেই, সেটা হল মানুষ। তৃণমূলের সঙ্গে মানুষ আছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ মনে করলে দাম্ভিক প্রধানমন্ত্রীকে পাঁট মিনিটে নামিয়ে দিতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *