তৃণমূলে যোগ দিয়ে অবশেষে শিলিগুড়িতে ফিরলেন প্রাক্তন কংগ্রেস নেতা শংকর মালাকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : অবশেষে শিলিগুড়িতে ফিরলেন শংকর মালাকার। কলকাতা থেকে তৃণমূলে যোগ দিয়ে এদিন শিলিগুড়ি ফিরলেন তিনি। বিমানবন্দরে তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সমর্থকেরা। হুডখোলা গাড়িতে করে শংকর মালাকারকে নিয়ে বেরিয়ে পড়েন মাটিগাড়ার তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। এদিন উচ্ছাসিত শংকর মালাকার জানান মানুষ যে তাকে এত ভালবাসবে সেটা তিনি বুঝতে পারেননি, এত উচ্ছ্বাস তিনি আশাই করতে পারেননি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তিনি যে কাজ করতে পারবেন, এটা ভেবেই তিনি অনুপ্রাণিত হচ্ছেন ।

শংকর মালাকার এদিন আরোও জানান বাংলা কেন গোটা ভারতে বিজেপির সাথে লড়াই করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর যিনি লড়াই করতে পারেন, তার নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তাকে অগ্নিকন্যা বলে চেনে, তাই তিনি খুশি অগ্নিকন্যার পাশে থেকে কাজ করতে পারবেন বলে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসবে, বলেও এদিন জানান শংকর মালাকার। তিনি আরো বলেন আমি শুধুমাত্র একজন কর্মী, এই দলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু , বাকিরা সব ল্যাম্প পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *