তেলের ট্যাঙ্কার ফেটে বিস্ফোরনে দেহ উড়ে গেল গাছের ডালে, ভয়াবহ দুর্ঘটনা ঘটলো বিটি রোডে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতার সিঁথি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। বিটি রোডের ধারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে স্ক্রাব গাড়ি কাটাই কারখানায় তেলের ট্যাঙ্কার ফেটে বিস্ফোরণ। এই ঘটনায় সাগর নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। আহত ব্যক্তির নাম শংকর। পুরনো তেলের ট্যাঙ্কার কাটার সময় ঘটে এই বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে গাছে ছিটকে পড়ে দেহ বলেও জানিয়েছে স্থানীয়রা।
জোড়া বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসে ৭০০ মিটার দূর থেকে স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘন বসতি এলাকার মধ্যেই চলছিলো পেট্রোল ট্রাক কাটাইয়ের কাজ। এর আগেও এই কাজ করতে গিয়ে আগুন লেগেছিল। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবসীদের অভিযোগ, “পুরো কাজটাই অবৈধ। গাছে ঝুলছিল মৃতদেহ। কাছেই একটা পুকুর ছিলো সেখান থেকে রাতের অন্ধকারে জল তুলে নেওয়া হয়। মাঝে মাঝেই এখানে আগুন লাগে।” সূত্রের খবর ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। অবৈধভাবেই দেখা মিলেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। যা ওই কাটাইয়ের কাজে ব্যবহার হওয়ার কথা নয়।
সিঁথি থানার নাকের ডগায় এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা কর্পরেশানের ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাকুলী সেন। তাঁর দাবী কলকাতা কর্পোরেশানের অনুমতি নিয়েই এই কাটাই কারখানা চলছিল। পুলিশ তদন্ত করে দেখুক কী ভাবে চলছিলো এই অবৈধ কারখানা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যে কোনও মৃত্যুই দুঃখের। অতীতেও পুলিশ প্রশাসন, পৌরসভা এই সব ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছে। আমার আশা তাঁরা নিশ্চিত করবে যাতে অবৈধ ভাবে কোনও ব্যবসা না চলে।”