দেশের ভাবমূর্তিতে কালি লেগেছে হিন্ডেনবার্গ রিপোর্টে, সুপ্রিম কোর্ট শুনবে আবেদনকারীর মামলা
বেস্ট কলকাতা নিউজ : ভারত-,সহ বিশ্ববাণিজ্যে ব্যাপক হইচই পড়েছে আদানি গোষ্ঠী বিভিন্ন সংস্থার উপর হিন্ডেনবার্গের রিপোর্টে সামনে আসতেই । এই বিষয়টি নিয়ে একটি জনস্বার্থ মামলায় আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করাবি হয়েছে।অবশেষে সুপ্রিম কোর্ট রাজি হল সেই মামলার আবেদন শুনতে। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী দেশের শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলা করেছেন। আগামীকাল সেই মামলা শুনতে রাজি হল আদালত। এই আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার ডিভিশন বেঞ্চে। ১০ ফেব্রয়ারি সেই আর্জির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী বিশাল তিওয়ারি। এ ব্যাপারে তিনি বলেছেন, “এই ধরনের পিটিশন কাল আসবে। দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে হিন্ডেনবার্গ রিসার্চের এই প্রতিবেদনের জেরে। ক্ষতিও হয়েছে, অন্য বিষয়গুলির মতো এই বিষয়টিও শোনা হবে।”
আইনজীবী তিওয়ারি যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তাতে তিনি আর্জি জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি গড়তে। যে কমিটি হিন্ডেনবার্গ রিসার্ট রিপোর্টের বিষয়বস্তু খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। এই আর্জি শুনে প্রধান বিচারপতি তা শোনার জন্য সম্মত হয়েছেন।