পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে নিয়োগ দুর্নীতিতে, মন্ত্রীর আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে
বেস্ট কলকাতা নিউজ : পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে রক্ষাকবচ পেতে। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল তার সেই আবেদন। রাজ্যের মন্ত্রী মূলত এই আবেদন করেছিলেন সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই । অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, সিবিআই এই দুর্নীতির তদন্তে প্রয়োজনে মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ করতে পারবে। যদিও কেন্দ্রীয় সংস্থার এক্তিয়ারভুক্ত চূড়ান্ত সিদ্ধান্ত । এমনকি, পার্থবাবুকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে সুপারিশ পাঠান। রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী সিঙ্গল বেঞ্চের নির্দেশনামা থেকে এই অংশ বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন ।
এদিকে, আগামি সপ্তাহে ফের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নোটিস পাঠানো হয়েছে । ডিভিশন বেঞ্চের শুনানিতে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য মিত্র জানান, সিবিআই জিজ্ঞাসাবাদ থেকে রক্ষাকবচ দেওয়া হোক আমার মক্কেলকে ।পার্থ চট্টোপাধ্যায় মামলায় সংযুক্ত ছিলেন না। নির্দেশ জারি করা হয়েছে তাঁকে না জানিয়েই। তাঁকে দেওয়া হয়নি আত্মপক্ষ সমর্থনের সুযোগও । পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন । তাঁকে যখন তখন ডেকে পাঠালে,যা আঘাত হানছে তার ভাবমূর্তিতেই । যার জেরে তাঁকে বিরত থাকতে হচ্ছে জনস্বার্থে কাজ করা থেকে । হাইকোর্টের মন্তব্য, আমরা কীভাবে এই ধরনের নির্দেশ দেব? আপনারা একই বিষয় উত্থাপন কেন করছেন।