ফের বিষমদ-কাণ্ড মদমুক্ত রাজ্য বিহারে! ছাপড়ার পর সিওয়ান, মৃত ৩, অসুস্থ ১২
বেস্ট কলকাতা নিউজ : বিহারে বিষমদ কাণ্ডে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল গত ডিসেম্বরে। ফের ফিরে এল সেই বিষমদের ভয়ঙ্কর ছায়া। আর এবারও ঘটনাস্থল সেই বিহার। রবিবার বিহারের সিওয়ান জেলার একটি গ্রামে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয় বিষমদ খেয়ে। আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয় গুরুতর অসুস্থ অবস্থায়। পুলিস জানায় বিষমদ কাণ্ডে জড়িত সন্দেহে তারা ১০ জনকে গ্রেফতারও করে।
বিষমদের কারণে আবারও মৃত্যুর ঘটনা। যেখানে মদ নিষিদ্ধ বিহারে। ঘটনায় নড়েচড়ে বসে এমনকি জেলা প্রশাসনও। মধ্য রাতেই হাসপাতালে যান জেলাশাসক। জানা গিয়েছে, বিষমদ খেয়ে কিছু মানুষ পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে তিন জনের মৃত্যু হয় তাদের মধ্যে । বাকিদের চিকিৎসা সেখানে চলে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। প্রশাসনের তরফে গ্রামে গ্রামে বিষমদের বিরুদ্ধে প্রচার চালানো হয় ক্যাম্পের আয়োজন করেও।
উল্লেখ্য, গত বছর বিহারের ছাপড়ায় বিষমদ পান করে মারা গিয়েছেন কমপক্ষে ৭০ জন। এই নিয়ে প্রবল রাজনৈতিক টানাপোড়েন চলেছে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল প্রশ্ন উঠতে শুরু করেছিল তা নিয়েও।