কারা এই SA ও PS? ED-র ঘুম উড়িয়েছে কুন্তলের ডায়েরি থেকে পাওয়া এই নামগুলোই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ ঘনীভূত হচ্ছে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ‘কালো ডায়েরি’র রহস্য। সূত্রের খবর, অনুযায়ী কোনো সংকেত নয়, সংক্ষেপে ওই ডায়েরিতে অনেক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। তাঁর টাকার লেনদেন হয়েছে মূলত যাঁদের সঙ্গে। ইতিমধ্যে দুজনের সংক্ষিপ্ত নামও মিলেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ED সূত্রে। E D সূত্রে খবর, দুটি সংক্ষিপ্ত নাম মিলেছে কুন্তল ঘোষের কালো ডায়েরিতে। সংক্ষিপ্ত আকারে লেখা সেই নাম দুটি কেবল লেখা রয়েছে- SA এবং পিস মাত্র দুটি অক্ষরে। এঁদের সঙ্গে কুন্তলের বড় টাকার লেনদেন হয়েছে বলে উল্লিখিত রয়েছে ডায়েরিতে । যদিও এখনও স্পষ্ট নয় SA এবং PS-এর পরিচয় । এঁরা কারা, গোয়েন্দারা সেটাই জানার চেষ্টা করছেন। এমনকি গোয়েন্দারা চেষ্টা করছেন এগুলি নামের আদ্যক্ষর নাকি আদৌ আসল নাম কিনা, তাও জানার। ইতিমধ্যে কুন্তলের মুখে উঠে এসেছিল তাপস মণ্ডল, গোপাল দলপতির নামও। এবার আর কার-কার নাম বেরোয়, দেখার সেটাই!

প্রসঙ্গত, গোয়েন্দাদের হাতে একটি রহস্যজনক কালো ডায়েরি এসে পৌঁছয়কুন্তল ঘোষের চিনার পার্কের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েই। গোয়েন্দারা আগেই জানিয়েছিলেন সেটিতে টাকার হিসেব লেখা রয়েছে বলে। তাপস মণ্ডলও দাবি করেছিলেন, ১৯ কোটি টাকা কুন্তল একদিনে নেননি । টাকা নেওয়া হয়েছে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত পাঁচ বছর ধরে। এমনকি মনে করা হচ্ছে কুন্তল কার থেকে কত টাকা নিয়েছেন তার হিসেব ওই কালো ডায়েরিতে লেখা রয়েছে বলে। অন্তত চাকরির জন্য কুন্তলকে টাকা দিয়েছিলেন ২৫-৩০ জন । কুন্তল অনেককে বিকাশ ভবনে ইন্টারভিউয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছেন তাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *