ফের ভূস্বর্গে বড় জঙ্গি হামলা ঘটে গেল স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে, মৃত্যু এক পুলিশকর্মীর -আহত হল এক জাওয়ান !
বেস্ট কলকাতা নিউজ : ফের ভূস্বর্গ উত্তপ্ত হল স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে। এমনকি এনকাউন্টার চলছিল গত পরশু থেকে। তারপরেই রাতে জঙ্গিরা কুলগামে গ্রনেড হামলা চালায়। এক পুলিশকর্মী মারা যায় সেই গ্রেনেড হামলায় । এমনকি আহত হয় এক জাওয়ানও। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রথমে সেই পুলিশকর্মী গ্রেনেড হামলায় গুরুতর আহত হয় । পরে হাসপাতালে তিনি মারা যান।
গোয়েন্দারা আগেই সতর্ক করেছিল স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলা হতে পারে বলে । সেই মত গোটা দেশে জারি করা হয়েছিল বিশেষ সতর্কতাও। পুলিশ থেকে সেনাবাহিনী সতর্ক করা হয় সকলকেই । সীমান্তে চলে অতন্দ্র প্রহরা। কাশ্মীর তপ্ত হয়ে উঠল এর ঠিক মাঝেই । বরাবরই কাশ্মীর জঙ্গিদের নিশানায় থেকেছে । গত কয়েকদিন ধরেই কাশ্মীরে চলছিল জঙ্গিদের সঙ্গে পুলিশ এবং সেনা বাহিনীর সংঘর্ষ। রাতে হঠাতই জঙ্গিরা কাশ্মীরের কুলগামে গ্রেনেড হামলা চালায় ।