বাজার ক্রমশ আগুন, অবশেষে আসরে নামছেন মুখ্যমন্ত্রী ! নবান্নে আজ জরুরি বৈঠক
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। রান্নার তেল থেকে শুরু করে সব্জি- মাছ, অথবা হেঁসেলের প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য সামগ্রীর দাম প্রতিদিন ক্রমশ যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষ চরম উদ্বিগ্ন। উদ্বিগ্ন এমনকি এরাজ্যের মুখ্যমন্ত্রীও৷ অবশেষে দ্রব্যমূল্যর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আজ একটি জরুরি বৈঠক ডাকলেন৷
নবান্ন সূত্রে খবর, নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের কৃষি বিপণন দফতরের আধিকারিকদের। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বৈঠকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন মৎস্য, খাদ্য, খাদ্য সরবরাহ সহ বিভিন্ন দফতরের আধিকারিকদেরও। এই বৈঠকে উপস্থিত থাকবেন এমনকি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও৷ বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যসচিব, কলকাতা পুরসভার কমিশনার, কলকাতার পুলিশ কমিশনারও৷ সবপক্ষের সঙ্গে কথা বলে দাম বাড়ার প্রকৃত কারণ জানতে চাইবেন মুখ্যমন্ত্রী৷ তার উপরে ভিত্তি করেই মুখ্যমন্ত্রী দিতে পারেন প্রয়োজনীয় নির্দেশও ৷