যাদবপুরে সুকান্ত সেতুর সংস্কারে খুশি বাসিন্দারা, ধুলো নিয়ে ক্ষোভ এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘ দিনের প্রতীক্ষা। অবশেষে শুরু হয়েছে যাদবপুরের সুকান্ত সেতু সংস্কারের কাজ। নতুন করে তৈরি হচ্ছে রাস্তা। রেলিংগুলি মেরামত হচ্ছে। সব বাতিস্তম্ভে নতুন আলো লাগানো হয়েছে। যদিও সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করেন যাঁরা তাঁদের অভিযোগ, সংস্কারের ঠেলায় ধুলো উড়ছে সেতুতে। যেখানে কলকাতা শহরে গত কয়েক সপ্তাহ ধরে পরিবেশ দূষণ মাত্রাছাড়া হয়েছে, সেখানে এমন কাজ যখন হচ্ছে, তখন যাতে যতটা কম ধুলো ওড়ে, সেই ব্যবস্থা করা হোক। যদিও সার্বিকভাবে এতবছর পর সেতুর সংস্কার শুরু হওয়াতে খুশি স্থানীয় বাসিন্দারা।

বহু বছর ধরেই সুকান্ত সেতুর সার্বিক সংস্কার হয়নি বলে অভিযোগ। যাদবপুর সুলেখা মোড়, পালবাজার কিংবা সন্তোষপুরের দিকে থাকা সেতুর বিভিন্ন অংশে রাস্তার অবস্থা বেহাল হয়ে গিয়েছিল। অনেক জায়গাতেই রেলিংগুলি ভাঙা। সেতুর ফুটপাতে ময়লা পড়ে থাকে। এই অবস্থায় সংস্কার জরুরি হয়ে পড়ে। সেই সঙ্গে দিনের পর দিন সেতুর রাস্তা বিভিন্ন সময় ধাপে ধাপে সংস্কার হওয়ার কারণে পিচের উপর পিচ পড়ছিল। এই অবস্থায় সেতু ভারী হয়ে যাচ্ছিল বলে অভিযোগ। ১১ নম্বর বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী বলেন, সেতুর উপর পিচের পর পিচ পড়তে পড়তে উড়ালপুলের রাস্তা ভারী হয়ে গিয়েছিল। সেতুর বিভিন্ন জায়গায় সংযোগস্থলে থাকা গার্ডার অনেক জায়গাতেই ক্ষয়ে গিয়েছিল। বিষয়টি পূর্তমন্ত্রী পুলক রায়কে জানানো হয়। তিনি বৈঠক ডাকেন। তারপর সেতু সংস্কারে অর্থবরাদ্দ হয়। প্রথমে বিভিন্ন জায়গায় খারাপ হয়ে থাকা লাইটগুলি লাগানো হয়েছে। এখন সেতুর রাস্তার পিচ মিলিং মেশিন দিয়ে কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে পিচের রাস্তা তৈরি হবে। তাতে সেতুর ভার কমবে। সেই সঙ্গে গোটা সেতুর স্বাস্থ্যপরীক্ষা করে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে। খুব ভালো করে কাজ হচ্ছে। আমরা সন্তুষ্ট। ১০৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নন্দিতা রায়ের কথায়, এই সংস্কার অত্যন্ত জরুরি ছিল। অনেক জায়গায় রেলিং ঠিক করা হয়েছে। এখন রাস্তার কাজ হচ্ছে। যেহেতু গুরুত্বপূর্ণ পথ। তাই দিনের বেলা কাজ করা সম্ভব হচ্ছে না। সারারাত ধরে কাজ হচ্ছে। কাজ ভালই হচ্ছে।

