যেন এক ব্যারিকেড নগরীর চেহারা নিলো কলকাতা-হাওড়া, ছয়লাপ হল পুলিশ-র্যাফে
বেস্ট কলকাতা নিউজ : কলেজ স্কোয়ার থেকে নবান্ন অভিযান শুরু। মিছিল শুরুর নির্ধারিত সময় দুপুর ১টা থাকলেও তার অনেকটা আগে থেকেই মিছিল শুরু হয়ে যায়। রাজনৈতিক পতাকা নয়, সিংহভাগের হাতেই জাতীয় পতাকা। কলেজ স্কোয়ার থেকে নবান্নের দিকে মিছিল যত এগোচ্ছে, ততই নজরে আসছে পুলিশি তৎপরতা। কলকাতা-হাওড়া যেন ব্যারিকেড নগরী। মিছিল শুরু হতেই বাড়ছে ঝাঁঝ। ব্যারিকেডে বাধা পেতেই তা ভাঙার চেষ্টায় ধাক্কাধাক্কি শুরু করে দেন মিছিলকারীরা। ব্যারিকেড টপকানোরও চেষ্টা করেন কেউ কেউ। কলকাতা থেকে হাওড়া বেনজির সুরক্ষা-চক্রব্যূহ। পুলিশও একেবারে রণসজ্জায়। বেতের ঢাল থেকে শুরু করে বডি প্রোটেক্টর, হেলমেট, লাঠি কী নেই। সকাল থেকেই দেখা গিয়েছে, রাস্তা খুঁজে ঝালাই করে ব্যারিকেড বসানো হয়েছে।
গার্ডরেলে ছয়লাপ। যদিও সাঁতরাগাছিতে ইতিমধ্যেই গার্ডরেল সরিয়ে দেয় আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে লাঠি, প্ল্যাকার্ড ছোড়া হয়। যদিও পুলিশও সর্বশক্তি দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছে। জমায়েত মোকাবিলায় ধেয়ে যায় পুলিশ। লাঠি উঁচিয়ে তাড়া দিতেই উল্টো দিকে দৌড়ন মিছিলকারীরা। এদিকে আন্দোলনকারীদের আটকাতে পুলিশের নতুন ব্যবস্থা। বাঁশ, লোহা, কাঠ দিয়ে ব্যারিকেড তৈরি করলেও সেই ব্যারিকেডে লাগানো হয়েছে পোড়া মোবিল। যাতে হাত দিয়ে উপরে ওঠার চেষ্টা করলে ফসকে যায় হাত। আন্দোলনকারীদের রুখতে রাখা হয়েছে পেল্লাই সাইজের কন্টেনার।