রাস্তার ধুলোতেই কুপোকাত কলকাতা-হাওড়া, পর্ষদের দূষণ-রিপোর্টে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গাড়ির ধোঁয়া কিংবা অন্য জ্বালানি নয়, রাস্তার ধারে জমে থাকা বা রাস্তার পৃষ্ঠে জমে থাকা ধুলোয় দূষণময় গঙ্গার দুই পাড়ের দুই শহরের বাতাস । পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউটের করা সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে । বাতাসের গুণমান বজায় রাখতে কলকাতায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা । সাধারণত বাতাসে দূষণ নিয়ে আলোচনা এলেই শহরের বুকে দোকান, হোটেলে রান্নার কারণে জ্বালানি, গাড়ির ধোঁয়া কিংবা শহর লাগোয়া এলাকায় কল-কারখানার ধোঁয়াকে মূল কারণ হিসেবেই ধরা হয় । তবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে জমা পড়া দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউটের রিপোর্ট সেই ধারণা বদলে দিয়েছে বিশেষজ্ঞদের । কলকাতা ও হাওড়া দুই শহরের বাতাসের দূষণের উপর সমীক্ষায় উঠে এসেছে, দূষণের মূল কারণ হিসেবে দায়ী রাস্তার ধুলো ।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট চলতি বছরে একটি সমীক্ষা করে । গঙ্গার দুই পাড়ে থাকা কলকাতা ও হাওড়া দুই শহরের বাতাসের গুণমান সংক্রান্ত । আর তাতেই গ্রীষ্ম ও শীত উভয় সময়কালে নজরে এসেছে রাস্তার ধুলোর জেরেই সব থেকে বেশি দূষিত হচ্ছে দুই শহরের বাতাস । পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাস্তার ধুলোর জেরেই সবথেকে বেশি নাগরিকদের নানা ধরনের শারীরিক অসুস্থতা প্রকাশ পাচ্ছে । সেই অপেক্ষায় কারখানা কিংবা গাড়ির ধোঁয়া দ্বারা শারীরিক অসুস্থ হওয়ার ঘটনা অনেকটা কম । রিপোর্ট অনুসারে, ধুলোর জন্য বাতাসে ৩০ -৩৫ শতাংশ পিএম ১০ এবং ১০ -১৫ শতাংশ পিএম ২ .৫ ছড়ায় । সেখানে কারখানার ধোঁয়ার কারণে পিএম ১০ -এর মাত্রা ১০ -১৫ শতাংশ, পিএম ২ .৫ -এর মাত্রা ১৪ -১৭ শতাংশ । গাড়ির ধোঁয়ার জেরে পিএম ১০ কমবেশি ১০ শতাংশ বাতাসে মেশে । পিএম ২ .৫ মেশে ১২ -১৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *