রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক স্বাথ্যকর্মী গ্রেফতার হল শ্লীলতাহানির অভিযোগে
বেস্ট কলকাতা নিউজ : সোমবার রাতে এক স্বাথ্যকর্মী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্লীতহানি করার অভিযোগ ওঠে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে টেকনেশিয়ান কর্মী হামিদ শেকের বিরুদ্ধে।
নির্যাতিতার স্বামী জানান, স্ত্রীকে ৩ ডিসেম্বর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তার স্ত্রীকে স্থানান্তরিত করে সিসিইউ বিভাগে।সোমবার সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যানের জন্য। এরপর হঠাৎ স্ত্রীর চিৎকার শুনতে পাই কিছুক্ষনের মধ্যেই। ওই স্বাথ্যকর্মী সেখান থেকে পালিয়ে যায় স্ত্রীর চিৎকার শুনে ভিতরে ঢুকতেই।এরপর রায়গঞ্জ থানায় ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর রায়গঞ্জ থানার পুলিশ ওই অভিযুক্ত স্বাথ্যকর্মীকে গ্রেফতার করে । এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশও ।