সাধারণ মানুষের জন্য প্রাপ্তি শুধুই শূন্য কেন্দ্রীয় বাজেটে, কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র
বেস্ট কলকাতা নিউজ : সাধারণ মানুষের জন্য প্রাপ্তি শুধুই শূন্য কেন্দ্রীয় বাজেটে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া দিলেন এহেন বাজেট শেষ হওয়ার পরপরই।এমনকি তিনি এই বাজেটকে সম্পূৰ্ণ দিশাহীন অন্তর্সারশূন্য বলেও মন্তব্য করেছেন।এছাড়াও তিনি টুইটে বাজেটকে আক্রমণ করেছেন ‘শূন্য, ফাঁপা’ বলেও । মূলত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যক্তিগত আয়করেও কোনও পরিবর্তন আনেননি এবারের বাজেটে৷ ফলে সাধারণ মানুষের একটা বড় অংশ হতাশ হয়েছে বাজেট দেখে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের বিরোধিতা করে টুইটারে আরোও লেখেন, ‘বাজেটে কিছুই নেই সাধারণ মানুষের জন্য।তাঁরা ক্রমাগত পিষ্ট হচ্ছে বেকারত্ব এবং মু্দ্রাস্ফীতির দ্বারা। সরকার হারিয়ে গিয়েছে এমনকি নিজেদের বড় বড় ফাঁকা বুলিতে। আসলে এটা কিছুই নয়,একটি পেগাসাসে বিদ্ধ বাজেট।সাধারণ মানুষ পিষ্ট বেকারত্ব আর মূল্যবৃদ্ধির জোড়া চাপে। পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর সম্পূৰ্ণ চেষ্টা হয়েছে এই বাজেট।”