সেবক মোড়ের এই বিখ্যাত দোকান “দুই ভাই” আজও এগিয়ে চলেছে শীত গ্রীষ্ম এবং বর্ষাকে উপেক্ষা করে
নিজস্ব সংবাদদাতা : সেবক মোড়ের এই বিখ্যাত দোকান দুই ভাই মানে দুই সন্ন্যাসী গৌতম এবং বাবলা। দুই ভাই এই দোকান শুরু করেছেন তিরিশ বছর হয়ে গেল। একদিকে কাগজ এবং অন্যদিকে বই। দুজনেই জানালেন এই বইএর দোকান করে গর্বিত আমরা। শীত গ্রীষ্ম এবং বর্ষাকে মাথায় রেখে আমরা সকালে চলে আসছি এই দোকানে। এই দোকান আমাদের কাছে মেরুদন্ডের মত। আজকে আমাদের এই দোকান আমাদের অনেক অনেক কিছু দিয়েছে বলে জানান দুই ভাই। জানালেন এই দোকান আমাদের সন্মান দিয়েছে দিয়েছে অর্থ দিয়েছে ভবিষ্যৎ তৈরীর চিন্তা তাই আমাদের কাছে এই দোকানই সব। এখন কারো সাথে কারো সম্পর্ক থাকে না এই দোকান আমাদের সেই জায়গায় পৌছে দিয়েছে।
আমাদের দরকার ছিল অনেক কিছুই আমরা পাই নি অনেক কিছুই এটা ঠিক তবে যা পেয়েছি একেবারেই কম নয়। সেই জন্য আমরা কৃতজ্ঞ ভগবানের কাছে। আমাদের দরকার ছিল মাথার উপরে একটা ছাদের, যেটা আমরা পেয়েছে অনেক অনেক কষ্ট করে এবং অনেক চেষ্টার পরে। তাই আমরা খুশী এবং সন্তুষ্ট বলে জানালেন দুই ভাই। সময় পার হয়ে গেছে বেড়েছে আমাদের বয়স তবে আমরা আমাদের কাজ করেই যাচ্ছি বলে জানান তারা।