৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন এর মেয়াদ বাড়ানো হল কনটেইনমেন্ট জোনগুলিতে
বেস্ট কলকাতা নিউজ : আনলক-৬ এর নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে সারা দেশে কনটেইনমেন্ট জোনগুলিতে৷ এমনটাই জানানো হয়েছে এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। তবে বিভিন্ন রাজ্যের মধ্যে মানুষ ও পরিবহন চলাচল করতে পারবে আগের মতোই৷তবে কোনও রকম অনুমতি লাগবে না সে ক্ষেত্রে৷
নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী , বর্তমানে ৩ হাজার ৩৫২ টি কনটেইনমেন্ট জোন রয়েছে পশ্চিমবঙ্গে৷ এর মধ্যে শহর কলকাতায় মাত্র একটি৷ কলকাতা পুরসভার ৮নম্বর বোরোর ৬৯ ওয়ার্ডের ২২/১ বালিগঞ্জ সার্কুলার রোড ( শুধু ফাস্ট ফ্লোর)৷ যদিও এদিন একটি ভু্য়ো খবর ছড়িয়ে পড়ে যে ফের নতুন করে লকডাউন জারি হচ্ছে একাধিক জেলায়। তবে, সেই খবর গুজব বলে উড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
এছাড়া হাওড়ায় ৫৯ টি কনটেইনমেন্ট জোন৷ দক্ষিণ ২৪ পরগনায় ৩৩টি, উত্তর ২৪ পরগণায় ৮ টি,হুগলি ১৮ টি,নদিয়ায় ৮৭০ টি,পূর্ব মেদিনীপুর ২৭ টি,পশ্চিম মেদিনীপুর ৩৫১ টি,পূর্ব বর্ধমান ৫৬৩ টি,মালদা ৪ টি,জলপাইগুড়ি ১৪ টি,দার্জিলিং ৭ টি,কালিম্পং ২৮ টি,উত্তর দিনাজপুর ৩১৬ টি,দক্ষিণ দিনাজপুর ১১ টি,মুর্শিদাবাদ ৪৭ টি,বাঁকুড়া ৪৬ টি,বীরভূম ১২৭ টি,কোচবিহার ৩৩৫ টি,পুরুলিয়া ৪৩৮ টি,আলিপুরদুয়ার ৪৮ টি,ঝাড়গ্রাম ১ টি কনটেইনমেন্ট জোন৷শুধুমাত্র কোনও কনটেইনমেন্ট জোন নেই পশ্চিম বর্ধমানে৷ অর্থাৎ এই জেলা কনটেইনমেন্ট মুক্ত৷এদিকে বাংলায় সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে৷ বাড়ছে এমনকি মৃত্যুর সংখ্যাও৷ সুস্থ হয়ে উঠছেন তুলনামূলক ভাবে আগের থেকে অনেক কম৷ কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি এদিকে উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণও৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি,দুই মেদিনীপুর, নদিয়া ও দার্জিলিং৷