৩২ তম পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্প উৎসব’ শুরু হলো বিষ্ণুপুরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মন্দির নগরী বিষ্ণুপুর।আর এক সময় সেই মল্লরাজাদের রাজধানী হল এই শহর। শহরের পুরোনো ঐতিহ্য মেনে প্রতি বছরের ন্যায় এই বছরও শুরু হলো ‘পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্প উৎসব’ এবং ৩২ তম আন্তর্জাতিক ‘বিষ্ণুপুর মেলা’। জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস প্রদীপ জ্বালিয়ে এই মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন । মেলার উদ্ভোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, মহকুমা শাসক মানস মণ্ডল, বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়, জেলার বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা।এবছর হাই স্কুলের সামনে ও কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে মেলা উপলক্ষ্যে পাঁচ দিনই হরেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে যদুভট্ট মঞ্চ, গোপেশ্বর মঞ্চ, রামানন্দ মঞ্চে । একই সঙ্গে এই মেলাতে হস্তশিল্পের ‘হাবে’ থাকবে বিষ্ণুপুরের বালুচরী, রেশম শিল্প, পোড়ামাটি, দশাবতার তাস, পটচিত্র থেকে শুরু করে শঙ্খ, লণ্ঠন, কাঁসা প্রভৃতি ঐতিহ্য মন্ডিত হস্তশিল্পের সম্ভার।এই আন্তর্জাতিক মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *