৩৪০০ কোটি টাকা এলো মধ্যবিত্ত বাড়ির বিদ্যুৎ বিল, দেখেই চোখ কপালে উঠলো গৃহস্থের!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিনি থাকেন মূলত একতলা একটি বাড়িতে। বাড়িতে দামি জিনিস বলতে রয়েছে টিভি, ফ্রিজ, গিজার। ৩হাজার ৪১৯ কোটি টাকা ইলেকট্রিক বিল এসেছে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। প্রথমে তা দেখে বৃদ্ধ নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি । পরে চোখ কপালে ওঠে ভাল করে দেখতেই । বিল দেখে বৃদ্ধ রীতিমত চরম অসুস্থ পড়েন।

তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই ঘটনায় । এই নিয়ে তার ছেলে সঞ্জীব মুখ খোলেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি বলেন, “সাধারণ মধ্যবিত্ত পরিবারের এত টাকা বিল দেখেই মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন তার বাবা । তড়িঘড়ি বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত বাবা স্থিতিশীল”।

এদিকে মধ্যপ্রদেশ সরকার পরিচালিত বিদ্যুৎ বন্টন সংস্থা সূত্রের খবর, “ ভুলবশত ওনার কাছে ওই বিল গিয়েছে। ১৩০০ টাকার একটি বিল ইস্যু করা হয়েছে”নতুন করে। শহরের শিব বিহার কলোনির বাসিন্দা গুপ্ত পরিবার অনেকটাই আশ্বস্ত হয়েছেন নতুন এই বিল হাতে পেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *