চারদিন বন্ধ থাকবে শহরের এই উড়ালপুল, এমনটাই জানালো কলকাতা পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পার্ক স্ট্রিট উড়ালপুল ৪ দিন বন্ধ থাকবে আগামী শুক্রবার রাত থেকে।এই ফ্লাইওভার মূলত বন্ধ করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্যই। ইতিমধ্যেই এ কথা জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে৷ পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ থাকলে তার বদলে জওহরলাল নেহেরু রোড ব্যবহার করতে হবে উত্তর এবং দক্ষিণমুখী সব ধরনের যানবাহনকেই৷

কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ থাকবে ৩ ডিসেম্বর, শুক্রবার রাত ১০ থেকে ৬ ডিসেম্বর, সোমবার ভোর ৬টা পর্যন্ত৷ সামনেই রয়েছে বড়দিন এবং বর্ষবরণ৷ বছরের এই সময় মানুষের ভিড় অনেকটাই বাড়ে পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এলাকায়৷ আর স্বাভাবিক ভাবেই গাড়ির চাপ ক্রমশ বাড়ে পার্ক স্ট্রিট উড়ালপুলের উপরেও৷ ফলে এইচআরবিসি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে চাইছে তার আগেই৷ উল্লেখ্য,পার্ক স্ট্রিট উড়ালপুলের গুরুত্ব অপরিসীম পার্ক স্ট্রিট মোড়কে এড়িয়ে জওহরলাল নেহেরু রোড বরাবর যাতায়াতের জন্য৷ সপ্তাহান্তে যেহেতু গাড়ির চাপ কম থাকে, তাই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে সেই সময়টাকেই৷ প্রসঙ্গত , পার্ক স্ট্রিট ফ্লাইওভারের উদ্বোধন হয়েছিল ২০০৫ সালে৷বর্তমানে এইচআরবিসি এই উড়ালপুলটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে৷ কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, যান চলাচল বন্ধ রাখা হবে উড়ালপুলের ভার বহন ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্যই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *