অনলাইন ক্লাস করোনার আবহে ? স্মার্টফোন নেই দেশের প্রায় ৩ কোটি পড়ুয়ার পরিবারের, রিপোর্ট কেন্দ্রর
বেস্ট কলকাতা নিউজ : স্কুল কলেজ দেশ জুড়ে একরকম বন্ধ হয় করোনা ভাইরাস মহামারী আবহে। আর এই পরিস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মই একমাত্র ভরসা পড়ুয়াদের পঠনপাঠন করতে। কিন্তু বাঁধ সেধেছে সেখানেই। কেন্দ্রীয় সরকারের এক রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে স্মার্টফোন/কম্পিউটার নেই দেশের প্রায় ২ কোটি ৯০ লক্ষ স্কুল পড়ুয়ার নিজের বা পরিবারের কারও। আশেপাশে দেখে মনে হতেই পারে যে এখন সবার হাতেই স্মার্টফোন। কিন্তু বাস্তবে বহু পরিবারেরই স্মার্টফোন কেনার ক্ষমতা নেই ৫-৬ হাজার টাকা দিয়ে। এমনকি তাছাড়াও রয়েছে ৩০০-৪০০ টাকা দিয়ে ইন্টারনেট সংযোগের খরচও।
এক রিপোর্টে প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই রিপোর্টের পরিসংখ্যান এও বলছে, স্মার্টফোন/কম্পিউটার নেই দেশে প্রায় ২ কোটি ৯০ লক্ষ স্কুল পড়ুয়ার নিজের বা পরিবারের কারও। এটি দেশের ১৯টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে গত জুন পর্যন্ত পরিসংখ্যান। এখনও পর্যন্ত তাদের পরিসংখ্যান জমা দেয়নি মোট ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য। ঘনবসতিপূর্ণ উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রও রয়েছে এর মধ্যে ফলে সংখ্যাটা আরও বেশ খানিকটা বৃদ্ধি পাবে সেখানকার পরিসংখ্যান যুক্ত হলে। এদিকে করোনা পরিস্থিতিতে বলা যায় গত দেড় বছর ধরে স্কুল প্রায় বন্ধই বলে। ক্লাস করতে হচ্ছে একমাত্র অনলাইনেই। এদিকে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর নেই স্মার্টফোন, ইন্টারনেট। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিহারে। সেখানে ১.৪ কোটি স্কুল পড়ুয়া জানিয়েছে যে কোনও স্মার্টফোন নেই তাদের নাগালে। পরিসংখ্যান অনুযায়ী, কোনো স্মার্টফোন নেই বিহারের ৫৮% পড়ুয়ার হাতেই। ফলে অনলাইন ক্লাস করতে অক্ষম রাজ্যের সিংহভাগ শিক্ষার্থীই। এরপরেই স্থান ঝাড়খণ্ডের। সেখানে এই সমস্যার কথা জানিয়েছে ৩২ লক্ষ পড়ুয়া।