কোনো অপ্রয়োজনীয় কথা নয়, সদ্বিচ্ছা জরুরি’করোনার বিরুদ্ধে লড়াই করতে , মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মহামারীর আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের বিভিন্ন স্তরের মানুষজনদের সঙ্গে কথা বলছেন ‘মন কি বাত অনুষ্ঠান’-এ। তবে রাহুল গান্ধী তীব্র সমালোচনা করেছেন করোনাকালে মাসে একবার করে নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে। এদিন টুইটে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘‘প্রতি মাসে শুধুমাত্র একবার অনর্থক কথা বললেই হবে না, সদ্বিচ্ছা থাকা জরুরি করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলেও।’’

দেশে করোনার ঢেউ আছড়ে পড়েছে মূলত ২০২০ সালের শুরুর দিক থেকে। রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে একাধিক পরামর্শ দিয়েছেন করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে। যদিও রাহুল গান্ধীর দাবি, কারও পরামর্শ কানে তোলে না কেন্দ্রীয় সরকার। এব্যাপারে তিনি কাঠগড়ায় তুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। রাহুল গান্ধীর আরও অভিযোগ, মোদী সরকার সাজাতেই পারেনি মহামারী মোকাবিলায় নির্দিষ্ট কোনো পরিকল্পনা। সেই কারণেই দেশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ।

রাহুলের আরও দাবি করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সুষ্পষ্ট কোনও নীতি না থাকার দরুণই পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে বলেও। যদিও গোটা দেশ যখন মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, কেন্দ্রীয় মন্ত্রীরা অভিযোগ করেছেন সেই আবহে রাহুল গান্ধীর কেন্দ্রকে একের পর এক আক্রমণ করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই। একাধিক সময় রাহুল গান্ধীর কেন্দ্রকে বিঁধে করা নানা মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও বিঁধেছেন বিজেপির শীর্ষ নেতারা।যদিও এতেও রাহুল এক চুলও সরতে নারাজ প্রধানমন্ত্রীকে আক্রমণের রাস্তা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *