অনেক আশা করে খুলেছিলেন ভাই ভাই হোটেল,কিন্তু বর্তমানে একেবারে হতাশ শিলিগুড়ির ভাইদা
শিলিগুড়ি : অনেক আশা করে শিলিগুড়িতে ভাইদা নামে পরিচিত খুলেছিলেন ভাই ভাই হোটেল। শিলিগুড়ির বিখ্যাত রাজা রামমোহন রায় রোডে এই হোটেল। ভীষণভাবে আগ্রহী হয়ে তিনি খুলেছিলেন এই হোটেল। জানিয়েছিলেন আমার খুব শখ ছিল শিলিগুড়িতে হোটেল ব্যবসা করা। অনেক খরচ করে হোটেল খোলার পর একেবারেই হতাশ আমি। এস আই আর এর কারণে বিক্রি একেবারেই নেই , মানুষ আতঙ্কে ভয়ে এবং চিন্তায় বাইরে চলে যাচ্ছেন। কবে ফিরবে কেউ জানে না। আর তার প্রভাব পড়ে গেছে এই হোটেল ব্যবসায়। আবার কবে থেকে মানুষ আসতে শুরু করবে জানিনা , এমনটাই জানালেন ভাইদা। অবস্থা এতটাই খারাপ যে রাত্রি বেলা দোকান বন্ধ করে দিতে হয়। রাত্রিবেলা রুটি বিক্রি হয়, সেই মানুষও নেই। কি হবে জানিনা শুধু আমার না গোটা শিলিগুড়ি শহরের একই অবস্থা। জানালেন ভাইদা।


