বোমা মজুত ছিল নির্মীয়মাণ বাড়িতে , ফাটতেই ব্যাপক শোরগোল জামুরিয়ার শেষ সীমানার গ্রাম বাগডিহাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আচমকাই বোমার আওয়াজ। বাইরে থেকে ছোড়া হয় বোমা। নাকি বোমা মজুত ছিল বাড়িতে। এই নিয়ে শুরু হয় ব্যাপক শোরগোল। শুধু তাই নয়, জামুরিয়ার দুটি পরিবারের মধ্যেও শুরু হয় জোর তরজা । যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অজয় নদের ধারে বীরভূম-জামুরিয়ার শেষ সীমানার গ্রাম বাগডিহা। রাত্রিবেলা গ্রামের ভিতরে হঠাৎ বোমার আওয়াজ শোনা যায়। এলাকাবাসী ঘুম থেকে উঠে পড়েন। বাইরে বেরিয়ে দেখেন লাল আলো ও ধোঁয়া। যা নিয়ে এই গ্রামের পাশাপাশি দুটি পরিবার শীল ও গড়াইদের মধ্যেও লাগে তীব্র বাদবিবাদ।

শীল পরিবারের দাবি, রাত্রিবেলা কাজল গড়াইয়েদের নির্মীয়মাণ ফাঁকা বাড়িতে হঠাৎ করেই তীব্র আওয়াজে বোমা ফাটে। বিস্ফোরণের তীব্রতায় পাশের শীলদের বাড়ির শৌচালয় ও বাড়ির অংশ ক্ষতিগ্রস্ত হয়। যখন এই ঘটনা ঘটে তখন শীলদের বাড়িতে কেউ ছিল না। রামনবমীর প্রসাদ খেতে বাইরে গিয়েছিলেন সবাই। বাড়িতে ছিল ১৪ বছরের রুপালি। আওয়াজ শুনতে পেয়ে ভয়ে বাইরে ছুটে আসে সে।এ দিকে, বোমাবাজির ঘটনায় এলাকায় পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। অপরদিকে, যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই গড়াই বাড়ির সদস্যদের দাবি যে বাড়িতে বোমা ফেটেছে সেই বাড়িটি নির্মীয়মান। সেখানে কেউ থাকে না। কোনও বাউন্ডারিও নেই। এমনকী দরজা জানালাও নেই। তাঁরা থাকেন অন্য জায়গায়। ফলে তাদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে কেউ সেখানে বোমা রেখে দিয়ে আসতে পারে। হয়ত প্রচন্ড গরমে সেই বোমা ফেটে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *