অপর্যাপ্ত খাবার মিড ডে মিলে!‌ হইচই শুরু রাজ্যেরই এক স্কুলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এদেশে নতুন কিছু নয় মিড ডে মিল নিয়ে দুর্নীতির মতো ঘটনা । এবার দুর্নীতির খোঁজ মিলল খোদ এ রাজ্যেই। মালদা শহরের চিন্তামণি চমত্‍কার প্রাথমিক স্কুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল শিশুদের জন্য মিড ডে মিলের জিনিস বিলির সময়। চলতি মাসে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পাঠানো হয় ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী। বৃহস্পতিবার সকালে চাল, ডাল, চিনি, সাবান দেওয়া হচ্ছিল চিন্তামণি চমত্‍কার প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের। অভিভাবকদের সন্দেহ হয় তখনি। তাঁরা স্কুল থেকে দেওয়া খাদ্যসামগ্রি ওজন করান বাইরের এক দোকানে। সেখানে দেখা যায়, প্রতিটি প্যাকেটে কম রয়েছে প্রায় ৫০ গ্রাম বা তারও বেশি সামগ্রি। বিশেষ করে কম থাকছে চাল, ডাল, চিনি ও আলু।

তারপর অভিভাবকরা অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষের কাছে। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা খবর পেয়ে স্কুলের ছুটে আসেন। স্কুল কর্তৃপক্ষ খাবার জিনিসপত্র পরিবর্তন করে দেয়। তবে স্কুলের শিক্ষকেরা কোনও মন্তব্য করতে চাননি এ বিষয়ে। অভিভাবকদের আরও অভিযোগ, এইভাবে কম খাদ্যসামগ্রি দেওয়া হচ্ছে প্রতি মাসেই।তাঁরা এইবার ধরে ফেলেন একরকম হাতেনাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *