অবশেষে আর্থিক সহায়তার দাবি উঠল কোরোনা আক্রান্ত সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য
বেস্ট কলকাতা নিউজ : সরকার ঘোষিত সবরকম আর্থিক সাহায্য দিতে হবে কোভিড-১৯ এ আক্রান্ত সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরকেই। এমনকি নিতে হবে তাঁদের চিকিৎসার জন্য সব রকম আর্থিক দায়ভারও । প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে এমনকি যে সব হাসপাতালে নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, সেই সব স্থানের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্যও। এমনটাই দাবি জানাল এরাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল।
চিকিৎসকদের এই সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, এই ধরনের ভয়ানক পরিস্থিতির মধ্যেও এক এক সেফ হোম বন্ধ করে দেওয়া হচ্ছে এই রাজ্যে, এমনকি বেডও কমিয়ে দেওয়া হচ্ছে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য। অভিযোগ উঠছে নয় মাস পরেও ক্রিটিকাল কেয়ারের বেড না পেয়ে কোভিড-১৯ রোগীর মৃত্যুরও। কোভিড-১৯ এর বিরুদ্ধে চলা যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ারই হল টেস্ট ,কিন্তু সক্রিয় প্রচেষ্টা চলছে রোগনির্ণয়ের সংখ্যা দিনকে দিন কমিয়ে “রাজ্য ভালো আছে”-র বার্তা দেওয়ার ক্ষেত্রেও।চিকিৎসক মানস গুমটা বলেন, “এই ধরনের পরিস্থিতির মধ্যে জীবন বাজি রেখে কোভিড-১৯ যুদ্ধে শামিল হলেও, সরকার ঘোষিত অর্থনৈতিক সাহায্য পাচ্ছেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। অথচ, স্বাস্থ্যভবনে জমা পড়ে আছে হাজার হাজার আবেদন।