অবশেষে এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণবঙ্গ একরকম পুড়ছে তীব্র দহনজ্বালায়। এমনকি প্রবল তাপপ্রবাহ চলছে রাজ্যের একাধিক জেলায়। পড়ুয়াদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতিতে রাজ্যের স্কুল, কলেজগুলিতে গরমের ছুটিও ঘোষণা করে দিতে বললেন। স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে মূলত ২ মে থেকে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিবকে।
বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গরমে বাচ্চাদের প্রবল সমস্যা হচ্ছে। প্রবল গরম সহ্য করতে পারছে না পড়ুয়ারা। টিফিন খেতে গিয়ে শরীর খারাপ হচ্ছে অনেকের । নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই পরিস্থিতিতে শিক্ষা দফতরের ‘কোনও অসুবিধা না থাকলে’ ২ মে থেকে রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গুলিতে গরমের ছুটি ঘোষণা করে দেওয়ার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আরও আশঙ্কা, মে মাসে ফের বাড়তে পারে করোনার প্রকোপ। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। স্কুল বন্ধ থাকবে মে মাসের শেষ থেকে জুন মাসের শুরু পর্যন্ত, শিক্ষাদপ্তর তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।